ABSE-এর ‘শীত বস্ত্র বিতরণ ২০২৫’ (মানুষ ও প্রাণী উভয়ের জন্য)

শীতকালে সমাজের অসহায় মানুষ এবং রাস্তার প্রাণীরা, বিশেষত পথকুকুরেরা, তীব্র কষ্টে থাকে। এই কঠিন সময়ে উষ্ণতার পরশ দিতে ABSE আয়োজন করছে ‘শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান ২০২৫’।

1
Category:

Description

শীতকালে সমাজের অসহায় মানুষ এবং রাস্তার প্রাণীরা, বিশেষত পথকুকুরেরা, তীব্র কষ্টে থাকে। এই কঠিন সময়ে উষ্ণতার পরশ দিতে ABSE আয়োজন করছে ‘শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান ২০২৫’।

এ বছর আমাদের উদ্যোগে মানুষ ছাড়াও পথকুকুরদের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করা হবে।

তথ্য / বিবরণ

তারিখঃ ২০ নভেম্বর ২০২৫

সময়ঃ সকাল ১০টা – বিকাল ৪টা

স্থানঃ নবীনগর, ব্রাক্ষ্মনবাড়ীয়া

আয়োজকঃ ABSE

আপনার সাহায্যের উপায়

  • বস্ত্র দানঃ পরিচ্ছন্ন শীতবস্ত্র (মানুষের জন্য কম্বল, কোট, সোয়েটার এবং পথকুকুরদের জন্য গরম কাপড়) দান করুন।
  • স্বেচ্ছাসেবকঃ সংগ্রহ, প্যাকিং ও বিতরণের কাজে যুক্ত হয়ে সাহায্য করুন।
  • আর্থিক অনুদানঃ সরাসরি মানুষ ও প্রাণীর জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে আর্থিক অনুদান দিন।

যোগাযোগ:

  • মোবাইলঃ ০১৮১৯৪২৬৮২৮
  • ইমেলঃ abseinternational@gmail.com
  • স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিতে আগ্রহী হলে যোগাযোগ করুন।

আসুন, মানুষ ও প্রাণীকুলের প্রতি ভালোবাসা ও সহযোগিতার হাত বাড়িয়ে এই শীতকে করুণাহীন ও উষ্ণ করে তুলি।

Reviews

There are no reviews yet.

Be the first to review “ABSE-এর ‘শীত বস্ত্র বিতরণ ২০২৫’ (মানুষ ও প্রাণী উভয়ের জন্য)”

Your email address will not be published. Required fields are marked *